WestBengalBangla

Jan 08 2024, 15:02

কালী মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনায় আবারও চাঞ্চল্য নদীয়ায়

এসবি নিউজ ব্যুরো : শাবল দিয়ে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও এই চুরির ঘটনায় রীতিমতো ভয় ভীত এলাকার মানুষ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বেড়পাড়া এলাকার একটি গৃহস্থের বাড়িতে। ওই গৃহস্থ বাড়ির মন্দিরের সেবিকা মমতা রায় বলেন, গতকাল রাতে প্রতিদিনের মতো মন্দিরের গ্রিলের তালা মেরে তারা শুয়ে পড়েছিলেন।

সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দিকে তাকিয়ে দেখে গ্রিল খোলা, কাছে গিয়ে দেখে পড়ে রয়েছে ভাঙা তালা ও একটি সাবল। মন্দিরের ভেতরের দুটি কালি মূর্তির গায়ের থেকে চুরি হয়ে যায় বেশ কয়েক ভরি সোনা ও রুপার গহনা। পরিবারের দাবি প্রায় লক্ষাধিক টাকার গহনা লুটপাট করেছে দুষ্কৃতীরা।

সকালে চুরির ঘটনা কানাকানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়াই এলাকা জুড়ে। সোমবার সকালে ওই গৃহস্থ বাড়িতে যাই শান্তিপুর থানার পুলিশ, এরপর চুরির ঘটনা তদন্ত শুরু করে।

WestBengalBangla

Jan 08 2024, 15:01

পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় রাজ্যের নির্বাচন কমিশনার হলফনামা জমা দিলেন হাইকোর্টে

কলকাতা: পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা হলফনামা জমা দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। ওই হলফনামায় তিনি নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। হলফনামা জমা পড়ার পর প্রধান বিচারপতি জানতে চান, কি আছে হলফনামায়। কমিশনের আইনজীবীকে এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আদালতের সব নির্দেশ মেনেছি। কিছু ভুল হয়নি। যা হয়েছে অনিচ্ছাকৃত, আদালত অবমাননা করা হয়নি। এই সব লিখেছেন তো বলে প্রশ্ন করেন প্রধান বিচারপতির। নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, সেটাও দেখবে আদালত।আপনার এপোলজি দেখা হবে। আদালত ৪ সপ্তাহের মধ্যে মামলাকারীকে উত্তর দিতে নির্দেশ দিয়েছেন। ফের ২৩ ফ্রেবরুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

WestBengalBangla

Jan 08 2024, 15:00

অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রন পত্র ও মহাকলস ,প্রসাদী চাল এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে

 এসবি নিউজ ব্যুরো: আগামী ২২শে জানুয়ারি ২০২৪ এ অযোধ্যার রাম মন্দিরে দ্বারদোঘটন ও রামলার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শ্রীরামের জন্মভূমি তীর্থক্ষেত্র অযোধ্যার রাম মন্দির থেকে আমন্ত্রন পত্র ও মহাকলস প্রসাদী চাল এসে পৌঁছালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেঁড়িয়াচক গোবর্ধনধারী মন্দিরে। যার নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান।

কোলাঘাটের এই গোবর্ধনধারী মন্দির থেকেই প্রতিটা হিন্দুদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই আমন্ত্রণ পত্র সহ অযোধ্যার মহাপ্রসাদ। বিশ্ব হিন্দু পরিষদের একটি দল এই মহাকলস এনে পৌঁছে দেন কোলাঘাটের গোবর্ধনধারী মন্দিরে। তারপর আমন্ত্রণপত্র সহ মহাপ্রসাদ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে, গোবর্ধনধারী মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই আমন্ত্রণপত্র এবং মহাপ্রসাদ।

WestBengalBangla

Jan 08 2024, 14:57

ধনধান্য স্টেডিয়ামে যোগ্যশ্রী প্রকল্পের উদ্বোধনে মমতা

আজ সোমবার ধনধান্য স্টেডিয়ামে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, '১ থেকে ৭ জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন রাজ্য সরকারের। ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। কন্যাশ্রী রাষ্ট্রসঙ্ঘে প্রথম পুরষ্কার পেয়েছিল। বাম আমলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল। তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে।

তিনি আরও বলেন ,'মাতৃভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সাঁওতালি, রাজবংশী, উর্দু ভাষাতেও পড়াশোনা করার সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের ছাত্র ছাত্রীদের ইংরেজি ভাষায় পাকাপোক্ত করতে বিশেষ প্রশিক্ষণ অবধি দেওয়া হচ্ছে।'

WestBengalBangla

Jan 08 2024, 11:43

বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্তের মুক্তির সিদ্ধান্ত রদ করল সুপ্রিম কোর্ট

বিলকিস বানো মামলায় বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোর ধর্ষণ ও তার পরিবারকে হত্যাকারী ১১ জন দোষীকে দ্রুত মুক্তি দেওয়ার বিরুদ্ধে করা পিটিশনটি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১১ জন দোষী সাব্যস্তের মুক্তির সিদ্ধান্ত রদ করল দেশের শীর্ষ আদালত।

১১ জনকে ফিরতে হবে জেলে। শীর্ষ আদালত জানিয়েছে যে গুজরাট রাজ্য এই মামলায় ক্ষমার আদেশ পাস করতে সক্ষম নয়। ২০২৩ সালের ১২ অক্টোবর বিচারপতি বি ভি নাগরত্না ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বিলকিস বানো এবং অন্যদের দায়ের করা পিটিশনের ওপর রায় সংরক্ষিত রেখেছিল।

২০২২ সালের নভেম্বরে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানো নিজেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে অকাল মুক্তি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।

WestBengalBangla

Jan 08 2024, 11:42

পুলিশের অভিনব উদ্যোগ, চলতে চলতে পথ চলার সচেতনতা শেখাবে শিশুদের

এসবি নিউজ ব্যুরো: এবার অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশ। শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে শিশুদের ভ্রমণের মাধ্যমে এবং সচল চিত্র প্রদর্শনীর মাধ্যমে পথ চলার সচেতনতা শেখাবে। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার এক সাক্ষাৎকারে বলেন, আজ ছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

এই উপলক্ষ্যে রায়গঞ্জের কর্নজোড়া পুলিশ লাইনে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের এডিজি অজয় কুমার (আইপিএস), রায়গঞ্জ রেঞ্জের ডি আই জি প্রসূন বন্দ্যোপাধ্যায় (আইপিএস),জেলা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন অ্যাওয়ারনেস অন হুইলস্ নামে একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের উদ্বোধন করেন তিনি।যে বাসে করে গ্রামীণ শিশুদের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে এবং পথ চলতি সময়ে সচল চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের পথ চলার নিয়ম, সতর্কতা প্রভৃতি বিষয়ে যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বয়ংসিদ্ধা প্রভৃতি চলচ্চিত্র গুলি দেখানো হবে।

WestBengalBangla

Jan 08 2024, 10:22

শাহজাহান নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপের

ঘটনার ৭২ ঘন্টা পার। অথচ এখনও খোঁজ মেলেনি তৃণমূল নেতা শেখ শাহজাহানের। কেউ বলছেন তিনি পারি দিয়েছেন ওপার বাংলায়, তো কেউ বলছেন সন্দেশখালিতেই বুক চিতিয়ে রয়েছেন তিনি। কিন্তু লুক আউট নোটিশ জারির পরও মেলেনি কোনও সন্ধান।

এদিন এই সংক্রান্ত বিষয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “এখানে বড় অপরাধী এবং কেলেঙ্কারি রয়েছে। ঘটনাটি বাংলাদেশ সীমান্তের কাছে ঘটেছে যেটি একটি সংবেদনশীল এলাকা। এমন তথ্যও পাওয়া গেছে যে তিনি সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতেই গা ঢাকা দিয়ে রয়েছেন। কিন্তু সেখানে ব্যবস্থা নিতে পারছে না ইডিও। তাহলে বোঝাই যাচ্ছে, তৃণমূলের ওই নেতা কতোটা প্রভাবশালী”।

WestBengalBangla

Jan 08 2024, 10:22

ভাটপাড়ায় এক ছাত্রী নিখোঁজ ঘটনায় মিসিং ডায়েরি করল পরিবার

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া থানা অন্তর্গত অবন্তিপুর মন্ডলপাড়ার ক্লাস সেভেনের ছাত্রী জুয়েল ধর ৬ দিন হল নিখোঁজ।গত ২রা জানুয়ারি সকাল বেলা স্কুল ব্যাগ নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত জানা যায়নি ওই ছাত্রী কোথায় আছে। তার বাবা-মা ভাটপাড়া থানায় মিসিং ডায়েরি করেছে। তবে তাদের জ্যাঠা ও প্রতিবেশীরা জানিয়েছেন সৎ মায়ের অত্যাচারে মেয়েটি চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে তা নিয়ে চিন্তায় এলাকাবাসী।

WestBengalBangla

Jan 08 2024, 08:43

*সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে যানজট ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ   ৮ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  

WestBengalBangla

Jan 08 2024, 08:42

*দু-তিন ডিগ্রি কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


ক্ষণে ক্ষণে আবহাওয়ার ভোলবদল। শীত কালে উধাও শীত। ওদিকে বৃষ্টিরও পূর্বাভাসও দিচ্ছে মাঝে মাঝে। এরই মধ্যে অবশ্য ভালো খবর দিল আবহাওয়া অফিস।

চলতি সপ্তাহে দু-তিন ডিগ্রি মত কমবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ,মালদা ও বীরভূম, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

জানুয়ারির ১০ তারিখের পর থেকে উত্তরের ঠান্ডার ফিল কিছুটা হলেও পেতে পারে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির সম্ভাবনা কেটে গিয়ে শীঘ্রই দক্ষিণবঙ্গে ফের শীতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।